ব্যবসায়ীকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় করেছিলেন তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ০১ মে ২০১৯
প্রতীকী ছবি

গাজীপুরের জয়দেবপুর থানার তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা আদায়ের অভিযোগে তাদেরকে ক্লোজড করা হয়।

অভিযুক্তরা হলেন, ওই থানার এসআই খোরশেদ আলম, পিএসআই শামসুদ্দোহা ও কনস্টেবল নূর আলম। এ ছাড়া ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান ও এসআই এনায়েত হোসেনকে-২ সতর্ক করা হয়েছে।

বুধবার জয়দেবপুর থানা পুলিশের ওসি আসাদুজ্জামান জানান, গাজীপুরের পুলিশ সুপারের নির্দেশে পুুলিশের তিন সদসস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল ব্যবসায়ী আশরাফুল আলমকে ডিবি পুলিশ পরিচয়ে ওই তিন পুলিশ সদস্য আটক করে থানা নিয়ে দুই লাখ টাকা আদায় করে। এ ঘটনায় তিনি গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার তদন্ত শেষে তিন পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন।

আমিনুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।