ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত


প্রকাশিত: ১০:০৬ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে মুসা (২৫) ও কোতয়াল (২৮) নামে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩ টায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ভারত থেকে গরু আনছিল মুসা, কোতয়ালসহ বেশ কজন। এ সময় সীমান্তের ১৮০ নম্বর পিলার এলাকার ওপারে ভারতের ১২১ বড় বিল্লাহ বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ওই দু’জন আহত হয়।

ঠাকুরগাঁও-৩০ বিজিবির পরিচালক লে.কর্নেল তুষার বিন ইউনুস জাগো নিউজকে জানান, দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি।

রবিউল এহসান রিপন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।