রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০১ মে ২০১৯

কক্সবাজারের উখিয়ার পর এবার টেকনাফের উনছিপ্রাং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এতে মসজিদসহ তিনটি ঝুপড়ি ঘর পুড়ে যায়। এবারও গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। বুধবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ক্যাম্পে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, বুধবার সকাল পৌনে ১০টার দিকে হোয়াইক্যং ঊনছিপ্রাংস্থ পুটিবনিয়া ২২নং ক্যাম্পের ডি-ব্লক-২-এর বায়তুন নুর মসজিদের পাশে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে মসজিদ ও ক্যাম্পের ব্লক ডি-২-এর ১৬৪৩নং রুমের সৈয়দুল মুস্তফা, একই ব্লকের ১৬৪৫ নং রুমের নুর বশর ও একই ব্লকের ১৬৪৬ নং রুমের নুর আশার ঘরে। এতে মসজিদসহ তিনটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। রোহিঙ্গা ও কর্মরত বিভিন্ন সংস্থার লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্যাম্পে নিয়োজিত নিরাপত্তা বাহিনী ও দায়িত্বরত কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। এ ব্যাপারে আরও খোঁজখবর নেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলা হবে।

এর আগে গত সপ্তাহে উখিয়ার কুতুপালং ৫ নং ক্যাম্পের তুর্কি পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় মসজিদসহ প্রায় ৩০-৩৫টি ঘর পুড়ে যায়।

সায়ীদ আলমগীর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।