বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলানোর হুমকি


প্রকাশিত: ০৯:১১ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

শিক্ষক-কর্মচারীদের নিঃশর্ত পে-স্কেলের দাবি মানা না হলে বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করার হুমকি দিয়েছেন বরিশালের শিক্ষক নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোড টাউন হলের সামনে অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) বরিশাল অঞ্চলের বিভাগীয় বিক্ষোভ সমাবেশ থেকে এ হুমকি দেয়া হয়।

সংগঠনের আঞ্চলিক সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও আঞ্চলিক সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ অন্যান্যরা।

সমাবেশ শেষে বের হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে এসে শেষ হয়।

সাইফ আমীন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।