পড়া না পারায়...

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ৩০ এপ্রিল ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় পড়া না পারায় রাহিত (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে স্টিলের স্কেল দিয়ে আঘাত করে আঙ্গুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম নূরে আলম। তিনি ওই স্কুলের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক।

আহত রাহিত জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। রাহিত জানায়, সকালে ক্লাসে পড়া না পারার কারণে শিক্ষক নূরে আলম স্টিলের স্কেল দিয়ে তার হাতে আঘাত করে। এতে তার ডান হাতের একটি আঙ্গুল কেটে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক নূরে আলম বলেন, রাহিতের হাতে আগেই ব্যান্ডেজ ছিল। সে স্কুলে আসার পর আমাকে বলেছে তার ফুফু তাকে হাসপাতালে যেতে বলেছেন। আমি বলেছি ফুফুর নাম্বার দেয়ার জন্য। পরে আমি বলেছি তুমি হাসপাতালে চলে যাও।

এ ব্যাপারে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন বলেন, ছেলেটা দুষ্টু প্রকৃতির। ওই শিক্ষক তাকে মারেনি। সে নিজেই ব্যথা পেয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।