লক্ষ্মীপুরে আ.লীগ নেতা হত্যায় যুবকের যাবজ্জীবন
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন হত্যা মামলায় কবির হোসেন (৩৪) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনুর এ রায় দেন।
লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত কবির হোসেন সদর উপজেলার কুশাখালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২২ নভেম্বর রাতে সদর উপজেলার কুশাখালী গ্রামে সাহাবুদ্দিনকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরের দিন ২৩ নভেম্বর নিহতের ভাই মো. গোলাম মাওলা চৌধুরী বাদী হয়ে কবির হোসেনকে প্রধান করে ১৫ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন। নিহত সাহাবুদ্দিন কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।
মামলার চূড়ান্ত প্রতিবেদনে পুলিশ প্রধান আসামি কবিরসহ তিনজনের নাম আদালতে পাঠায়। মামলার রায়ে কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে, বাকি দুইজন খালাস পেয়েছেন।
কাজল কায়েস/আরএআর/পিআর