অপরাধীদের অন্য কোনো পরিচয় থাকতে পারে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৩:১০ পিএম, ২৮ এপ্রিল ২০১৯

অপরাধের বিচার হলে অপরাধীরা নিভৃত হয়। আর বিচার না হলে উৎসাহিত হয়। তাই অপরাধীদের কোনোভাবে উৎসাহিত করা যাবে না। অপরাধীদের কোনো পরিচয় থাকতে পারে না, তাদের পরিচয় তারা অপরাধী। অপরাধী যেই হোক বিচারের আওতায় আনতে হবে। তা না হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না।

রোববার বেলা ১১টায় আইন সহায়তা দিবস উপলক্ষে পিরোজপুর জেলা লিগ্যাল এইড আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এ কথা বলেন।

গণপূর্ত মন্ত্রী বলেন, আইনের শাসন না থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠানিক রূপ লাভ করে না এবং দেশে সুশাসন আসে না। আমরা যদি সুশাসন না দিতে পারি, তাহলে মানুষের যে কাঙ্ক্ষিত লক্ষ্য তা পূর্ণাঙ্গতা লাভ করবে না।

বিচারকের জায়গাটা একটি পবিত্র জায়গা উল্লেখ করে তিনি বলেন, কোনো বিচার প্রার্থী যেন অবিচারের শিকার না হয়। আপনাদের সেই জায়গাটাকে ধারণ করতে হবে।

পিরোজপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেট আবু জাফর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম বেলায়েত হোসেনসহ প্রমূখ।

মাহামুদুর রহমান মাসুদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।