নারকেল চুরি করতে গিয়ে গাছে আটকা চোর, অতঃপর…

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৭ এপ্রিল ২০১৯
ফাইল ছবি

নারকেল চুরি করতে গাছে উঠে আটকা পড়েন চোর। আধাঘণ্টা পর গাছ থেকে আটকা পড়া ওই চোরকে উদ্ধার করেন দমকল বাহিনীর সদস্যরা।

আটকা পড়া চোরের নাম আনন্দ কুমার দাস (৩০)। তার বাড়ি কুলিয়ারচর দাসপাড়া এলাকায়। শনিবার দুপুরে কুলিয়ারচর বিএডিসি গুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ দুপুরে ওই চোর বিএডিসির গাছ থেকে নারিকেল চুরি করতে ওঠে। কিন্তু গাছের মাথায় উঠে আটকা পড়ে। প্রায় আধাঘণ্টা আটকা থাকার পর বাঁচার জন্য চিৎকার শুরু করে চোর। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। কুলিয়ারচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে চোরকে উদ্ধার করে।

কুলিয়ারচর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আট সদস্যের টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে মইয়ের মাধ্যমে আনন্দ কুমার দাসকে গাছ থেকে নিচে নামতে সহায়তা করা হয়।

আসাদুজ্জামান ফারুক/এমএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।