শেরপুরে বাস উল্টে নিহত ১, আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৯

শেরপুরে রাস্তার পাশে যাত্রীবাহী বাস উল্টে ধানক্ষেতে পড়ে একজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে সদর উপজেলার কুসুমহাটি বাজারের কাছে শেরপুর-জামালপুর ফিডার রোডে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেরপুর-জামালপুর সড়কে চলাচলকারী নাদিয়া পরিবহন নামে একটি লোকাল বাস জামালপুর থেকে শেরপুর আসছিল। বাসটি কুসুমহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানক্ষেতে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক যাত্রী নিহত হয়। তার আনুমানিক বয়স ৬০/৬৫ বছর হবে। এ সময় আশপাশের লোকজন আহত ১৫ যাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকি ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

তিনি আরও জানান, গুরুতর আহত সদর উপজেলার চরশেরপুর এলাকার সামছুল হকের ছেলে সিদ্দিক (৩০) ও ঝিনাইগাতীর বনগাঁও এলাকার গাফরার আলীর মেয়ে তানহাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে গেছে।

হাকিম বাবুল/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।