লোহাগড়ায় সংঘর্ষে কুয়েতপ্রবাসী নিহত, আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৭ এপ্রিল ২০১৯

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে কুয়েতপ্রবাসী সৈয়দ মিজানুর রহমানকে (৫০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর নোয়াগ্রামের সৈয়দ সিদ্দিকুর রহমানের ছেলে এবং কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে তার স্বজনেরা জানিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নোয়াগ্রামে প্রতিদ্বন্দ্বী দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে শনিবার দুপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এ সময় মিজানুরকে কুপিয়ে হত্যা করা হয়। মিজানুর মাসখানেক আগে কুয়েত থেকে বাড়িতে আসেন। দুইমাস পর আবারো কুয়েতে যাওয়ার কথা ছিল।
লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাফিজুল নিলু/এমআরএম/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।