মেঘনায় মধ্যরাতে জেলেদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৭ এপ্রিল ২০১৯
ফাইল ছবি

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশ সদস্য কনস্টেবল মোশারফ হোসেন নিখোঁজ রয়েছেন।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলম জানান, হাইমচরের চর কোড়ালিয়ায় মধ্যরাতে ট্রলারযোগে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযান চালায় পুলিশ। পথিমধ্যে হাইমচর কলেজঘাট এলাকায় মেঘনা নদীর পাড়ে পুলিশ দেখে জাটকা ধরতে থাকা অসাধু জেলেরা পুলিশের ওপর হামলা চালায়।

পরে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু তখন পুলিশ সদস্য মোশারফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর ফায়ার সার্ভিস নৌ-পুলিশসহ নদীতে তার খোঁজ করা হয়। এখনও মোশারফের সন্ধান পাওয়া যায়নি।

ইকরাম চৌধুরী/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।