সবাই গেল পালিয়ে, ধরা খেল বর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৭ এপ্রিল ২০১৯

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাল্যবিয়ে করতে এসে ইউএনওর হাতে ধরা খেলেন বর শাকিল ইসলাম (২০)। সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে বাল্যবিয়ে করার অপরাধে তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬৫ খেংটিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শাকিল ইসলাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পাটগ্রামের ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল করিম জানান, শুক্রবার রাতে বরযাত্রী নিয়ে শাকিল সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে বিয়ে করতে যান। গোপন খবরে ওই বাড়িতে গেলে আমন্ত্রিত অতিথিসহ বরযাত্রী ও কনের বাড়ির লোকজন পালিয়ে যায়। তবে সেখান থেকে বর শাকিলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পাটগ্রাম থানা পুলিশের ওসি (তদন্ত) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হবে।

রবিউল হাসান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।