কুতুবদিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:২১ পিএম, ২৬ এপ্রিল ২০১৯
ফাইল ছবি

কক্সবাজারের কুতুবদিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে লেমশিখালী বেড়িবাঁধ এলাকায় গোলাগুলির ঘটনায় মারা যান তারা। ঘটনাস্থল থেকে ১টি বন্দুক ও ২টি তাজা কার্তুজ এবং ১০টি খালি খোসা জব্দ করা হয়েছে।

কুতুবদিয়া থানা পুলিশের ওসি দিদারুল ফেরদৌস তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ওসি জানান, ভোরে লেমশীখালী বেড়িবাঁধ এলাকায় গোলাগুলির ঘটানা শুনে পুলিশের একটি দল ঘটানাস্থলে যায়। দুষ্কৃতকারীরা পুলিশের ওপরও গুলিবর্ষণ করে। এতে দুই পুলিশ আহত হন। পরে পুলিশও আত্মরক্ষায় গুলি ছুড়লে তারা পিছু হটে। উভয় পক্ষে অন্তত ৩০/৪০ রাউন্ড গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থলে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

ওসি জানান, এখনো পর্যন্ত মরদেহগুলোর পরিচয় পাওয়া যায়নি। তবে মনে হচ্ছে এরা জলদস্যু হতে পারে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।