ধরলা সেতুতে নতুন করে টোল আরোপে বিক্ষোভ


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

কুড়িগ্রামের ধরলা সেতুতে নতুন করে টোল আরোপের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক অধিকার আন্দোলনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন করে আরোপিত টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে সমাবেশ হয়।

এসময় বক্তব্য রাখেন, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব শ্যামল ভৌমিক, দুলাল বোস ও মোনাব্বর হোসেন মিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৩ সালে ধরলা ব্রিজ উদ্বোধন হওয়ার পর থেকে শুধুমাত্র বাস, ট্রাক, মিনিবাস ও মাইক্রোবাস, কাভার্ডভ্যান ব্যতিত অন্য কোনো যানবাহনে টোল নেয়া হত না। গত ২৬ আগস্ট থেকে সাইকেল, রিকশা, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি, অটো, মোটরসাইকেল, ঘোড়ার গাড়ি, গরুর গাড়িতে টোল নেয়া হচ্ছে। অবিলম্বে তা প্রত্যাহার করার দাবি জানানো হয়।

দাবি আদায়ে নাগরিক অধিকার আন্দোলন কমিটি সাত দিনের কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির প্রথম দিন বুধবার বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

নাজমুল হোসেন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।