মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ : ৫ আসামির রিমান্ড মঞ্জুর


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ ও একজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের ওসি ইমাউল হক আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলাম প্রত্যেকের দুই দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আসামিরা হলেন, ফরিদ, সাগর, ইলিয়াছ, সোহেল ও লিটন।

উল্লেখ্য ২৩ জুলাই শহরের দোয়ারপাড় এলাকায় ক্ষমতাশীল দুই গ্রুপের সহিংসতায় মাতৃগর্ভস্থ শিশু গুলিবিদ্ধ হয়। এছাড়া মোমিন ভূঁইয়া নামের অপর একজন নিহত হন। ওই ঘটনায় মমিন ভূঁইয়ার ছেলে রুবেল হোসেন ২৬ জুলাই মাগুরা সদর থানায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সেন, আজিবর, মোহম্মদ আলিসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন।

মো. আরাফাত হোসেন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।