উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৪ এপ্রিল ২০১৯

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সাতজন আহত হয়েছেন, পুড়ে গেছে অর্ধশত ঘর। বুধবার দুপুর পৌনে ১টার দিকে কুতুপালংয়ের পাঁচ নম্বর ক্যাম্পে আগুন লাগে। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

coxbazar

বিজ্ঞাপন

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম জানান, দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে রান্না করার সময় আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও রোহিঙ্গা ক্যাম্পের এনজিও কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফলে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

rohingya

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগুনে ৪০-৪৫টি ঘর পড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত সাতজন আহত হন। আহতদের রোহিঙ্গা ক্যাম্প হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।