মামলার রায় না হওয়া পর্যন্ত নুসরাতের পরিবারকে নিরাপত্তা দেয়া হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৩ এপ্রিল ২০১৯

‘সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত হত্যা মামলায় কেউ রেহাই পাবে না’ বলেছেন, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। মঙ্গলবার সোনাগাজী পৌর শহরের উত্তর চরচান্দিয়ায় নুসরাতের বাড়িতে স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কারোর যদি কোনো রাজনৈতিক ও প্রশাসনিক পরিচয়ও থাকে তদন্তে অপরাধ প্রমাণ হলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। এ ঘটনাটা ধামাচাপা হয়ে যাবে কিংবা রাজনৈতিক কারণে অন্যখাতে প্রবাহিত হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না।

মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, নুসরাত হত্যার অন্যতম হোতা মাদরাসা অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার আগের অপকর্মগুলোর কেন ব্যবস্থা নেয়া হয়নি, মাদরাসা কমিটির কোনো অবহেলা আছে কিনা সেগুলো সুচারুভাবে তদন্ত করা হবে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি আগামীতে ঢেলে সাজানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাসুদ চৌধুরী বলেন, প্রতিষ্ঠানে যে লেভেলের শিক্ষা আছে তাকে সে পর্যন্ত শিক্ষিত হতে হবে। কোনো হাইস্কুলের কিংবা মাদরাসাতে প্রাইমারি পার না হওয়া কেউ কমিটিতে আসবে এমনটা হবে না। হাইস্কুলের কলেজের কমিটিতে থাকতে হলে তাকেও হাইস্কুল পাস হতে হবে।

feni

নুসরাতের পরিবারের নিরাপত্তার ব্যাপারে তিনি বলেন, মামলার রায় না হওয়া পর্যন্ত পরিবারটিকে নিরাপত্তা দেয়া হবে। এ ব্যাপারে আমি ফেনী জেলা পুলিশ এবং ডিআইজির সঙ্গে কথা বলব। মামলার অগ্রগতির ব্যাপারে তিনি বলেন, এখন পর্যন্ত পিবিআইয়ের তদন্ত কর্মকাণ্ডে আমি সন্তুষ্টু। তাদের কর্মকাণ্ডে এখন পর্যন্ত কোনো অবহেলা চোখে পড়েনি।

এর আগে তিনি নুসরাতের কবর জিয়ারত করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এসময় তার সহধর্মীনি জেসমিন মাসুদ, সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, কাউন্সিলর নুর নবী লিটন, নুসরাতের বাবা মাওলানা একে এম মুসা মানিক, বড় ভাই মাহমুদুল হাসান নোমান, ছোট ভাই রাশেদুল হাসান রায়হান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ান জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

রাশেদুল হাসান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।