শিক্ষকসহ অর্ধশতাধিক শিক্ষার্থী মাসহিস্টিয়া রোগে অসুস্থ


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী বিদ্যালয় চলাকালে মাসহিস্টিরিয়া রোগ আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের সমাবেশ শেষে শ্রেণি কক্ষে ফিরে শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। অসুস্থদের মধ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা বেশি।

ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার জাগো নিউজকে জানান, প্রতিদিনের ন্যায় সকাল পৌনে ১০টায় বিদ্যালয় মাঠে সমাবেশ (অ্যাসেম্বেলি ) শুরু হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীরা ক্লাস রুমে যাওয়ার খানিক পরে অসুস্থ হতে শুরু করে।

স্কুল কর্তৃপক্ষ আরও জানান, এদিন বিদ্যালয়ে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো। বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মো. মনিরুজ্জামান হওলাদার জাগো নিউজকে বলেন, শ্রেণি কক্ষে পাঠদান শুরুর হওয়ার কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীদের কেউ কেউ মাথা ব্যাথা ও খিচুনি শুরু হবার পর কয়েক মিনিটের মধ্যে বেশ কিছু ছাত্র-ছাত্রী অজ্ঞান হতে শুরু করে। এসময় বিদ্যালয়ের তিন শিক্ষক মল্লিকা নাথ, মো. কামরুল ইসলাম ও মো. বিল্লাল হোসেন ও অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর অসুস্থদের চিকিৎসার জন্য কয়েকজনকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে এমন খবর জানতে পেয়ে জরুরি ভিত্তিতে সাত সদস্যের একটি মেডিকেল টিম ওই বিদ্যালয়ে পৌঁছে চিকিৎসা শুরু করে।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন মোহাম্মদ ইউসুফ জাগো নিউজকে জানান, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবসিক মেডিকিল অফিসারের (আরএমও) ডা. মুফতি কামাল হাসানের নেতৃত্বে সাত সদস্যের মেডিকেল টিম অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দিচ্ছে। প্রাথমিকভাবে এটি মাসহিস্টিরিয়া রোগ বলে ধারণা করা হচ্ছে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান জাগো নিউজকে জানান, ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এর আগে একই বিদ্যালয়ের ৫/৬ জন শিক্ষার্থী মঙ্গলবারও অসুস্থ হয়ে পড়েছিলো বলে তিনি জানান। খবর নিশ্চিত হবার পর অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম পাঠানো হয়। এ অবস্থায় স্কুল ছুটি ঘোষণা করা হয়।

শওকত আলী বাবু /এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।