শিক্ষিকাকে উত্ত্যক্ত, ছাত্রলীগ নেতার ১০ দিনের জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৯

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় স্কুলশিক্ষিকাকে উত্ত্যক্তের অপরাধে এক ছাত্রলীগ নেতাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার এ রায় দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মমিনুল ইসলাম উপজেলার তারাটি পূর্বপাড়ার বাসিন্দা শুকুর আলীর ছেলে। মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মমিনুল।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানা পুলিশের ওসি আলী মাহমুদ বলেন, শহরের কালীবাড়ি পুকুরপাড়ের পৌর এলাকার একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকাকে উত্ত্যক্ত করেন মমিনুল ইসলাম। পরে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। মমিনুল ইসলামের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় একটি নিয়মিত মামলা এবং দুটি ওয়ারেন্ট আছে। তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।