বিমানের সিটের নিচে মিলল কোটি টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০১:১২ পিএম, ২৩ এপ্রিল ২০১৯

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।

মঙ্গলবার সকাল ৮টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ নম্বর ফ্লাইটের একটি সিটের নিচ থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার আহসান উল্লাহ জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ফ্লাইটটি সিলেট পৌঁছালে বিমানে তল্লাশি চালান কাস্টমস কর্মকর্তারা। এ সময় একটি সিটের নিচ থেকে টেপে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ছামির মাহমুদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।