রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, বিপদে এলাকাবাসী
মাদারীপুর শিবচরে আগুনে ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সময়মত যেতে না পারায় ক্ষতির পরিমাণ বেড়েছে। তাই দ্রুত বিদ্যুতের খুঁটি অপসারণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
ক্ষতিগ্রস্তরা ও এলাকাবাসী জানায়, রোববার রাত ১০টার দিকে পাঁচ্চর ইউনিয়নের হোগলার মাঠ ঢালী কান্দি গ্রামে আগুন লাগে। রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটির কারণে সময়মত ফায়ার সার্ভিসের গাড়ি না যেতে পারায় ১০টি বসতঘর আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ইদ্রিস আলী ঢালীর ২টি, তোতা ঢালীর ৩টি, আবু তালিব ঢালীর ৩টি ও তৈয়ব ঢালীর ২টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। বিদ্যুতের খুঁটির কারণে বিকল্প রাস্তা দিয়ে ঘুরে আসতে প্রায় এক ঘণ্টা সময় লাগে ফায়ার সার্ভিসের। দ্রুত বিদ্যুতের খুঁটিটি রাস্তার মাঝখান থেকে সড়ানোর দাবি এলাকাবাসীর।
শিবচর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মোর্তজা মোরশেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত রওয়ানা দেয়। তবে রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি থাকায় তারা প্রায় এক ঘণ্টা ঘুরে বিকল্প রাস্তা দিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস