বরিশালে মাদক ব্যবসায়ীদের হামলায় র্যাব সদস্য আহত
বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা এলাকায় মাদক ব্যাবসায়ীদের হামলায় র্যাব-৮ এর সদস্যসহ ২ জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতের এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বুধবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে দু’সহোদরকে আটক করা হয়েছে।
আহত র্যাব সদস্য আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে সকালে শেবাচিম হাসপাতাল ত্যাগ করলেও তথ্যদাতা (সোর্স) রুবেল মৃধার (৩০) হাতের রগ কেটে যাওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
আটক দুই সহোদর হলেন, প্রদীপ বিশ্বাস (২৮) ও প্রশান্ত বিশ্বাস (২৪)। আটকরা পশ্চিম ধামুরা এলাকার নরেন বিশ্বাসের ছেলে। এ ঘটনায় প্রদীপ বিশ্বাসের মা অনিতা বিশ্বাস এবং স্ত্রী সোনালি বাড়ৈ আহত অবস্থায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম জাগো নিউজকে জানান, মাদক ব্যাবসায়ী প্রদীপ বিশ্বাসকে আটক করতে মঙ্গলবার রাতে তার বাড়িতে অভিযান চালায় র্যাবের সদস্যরা। এ সময় প্রদীপের ছোট ভাই প্রশান্ত বিশ্বাস দা দিয়ে আঘাত করলে র্যাব সদস্য আলমগীর আহত হন। এ সময় র্যাবের তথ্যদাতা (সোর্স) রুবেল মৃধা এগিয়ে এলে দার আঘাতে তার হাতের আঙ্গুল কেটে যায়।
এ ঘটনার পর বুধবার সকালে প্রশান্ত বিশ্বাসকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট এবং ধারালো দাসহ আটক করা হয়। বেলা ১১টার দিকে তার ভাই প্রদীপ বিশ্বাসকে ৪০ গ্রাম হেরোইনসহ আটক করে র্যাব। এদের বিরুদ্ধে উজিরপুর থানায় র্যাব বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে র্যাব-৮ এর অধিনায়ক ফরিদুল আলম জানান।
এদিকে, আহত অবস্থায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া প্রদীপ বিশ্বাসের মা অনিতা বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ করেন মঙ্গলবার রাত ১১টার দিকে র্যাব সদস্যদের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ী কালুসহ ১০/১১ জন তার ঘরে প্রবেশ করে। এদের হামলায় তিনি আহত হন। এ সময় তার পুত্রবধূ সোনালী বাড়ৈ আহত হয়েছেন। সকালে তারা চিকিৎসা নিতে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
এ ব্যাপারে উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জাগো নিউজকে জানান, র্যাব সদস্যের ওপর হামলা চালনোর সময় প্রদীপের মা ও স্ত্রী আহত হতে পারেন। তবে তেমন গুরুতর নয়। এ ঘটনায় উজিরপুর থানায় একাধিক মামলা হবে বলে জানান তিনি।
সাইফ আমীন/এসএস