নুসরাতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সমাবেশ
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২১ এপ্রিল ২০১৯

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
রোববার সকালে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গণিপুর জাফর ইমাম বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন ও সমাবেশ করে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এতে বক্তব্য রাখেন- রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ. ন.ম. কাশেদুল হক বাবর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিন উলাহ, সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, ইউপি সদস্য স্বপন কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খায়রুল আলম ও নুরের জামান মুন্সি প্রমুখ। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাশদেুল হাসান/এএম/এমএস