রাজশাহীতে প্রাচীন পাথরের মূর্তি উদ্ধার
রাজশাহীর দুর্গাপুরে পাথরের একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বড়ইল গ্রামের একটি পুকুর সংস্কারে গিয়ে মূর্তিটি পান শ্রমিকরা। খবর পেয়ে সেটি উদ্ধার করে থানায় নেয় পুলিশ।
দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, উদ্ধারকৃত মূর্তিটির ওজন ২৬ কেজি ৫০০ গ্রাম। এটি বর্তমানে পুলিশ হেফাজতেই রয়েছে। সাধারণ ডায়েরি করে বিষয়টি আদালতকে অবহিত করার প্রস্তুতি চলছে। নিদের্শনা পেলে প্রাচীন মূর্তিটি বরেন্দ্র গবেষণা যাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, সকালে পুকুর সংস্কার করাচ্ছিলেন পুকুর মালিক শহিদুল ইসলাম। এ সময় বেরিয়ে আসে মূর্তিটি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে মূর্তিটি থানায় নেয়া হয়।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমকেএইচ