তিন বন্ধু সাঁতার প্রতিযোগিতা, মাঝ নদীতে ডুবে গেল শাহীন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১৪ এপ্রিল ২০১৯

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে সাঁতার প্রতিযোগিতায় নেমে নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার দুপুরে নগরীর কেওয়াটখালী রেল ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম শাহীন (১৭)। সে শহরের পাটগুদাম বিহারী ক্যাম্পের আব্দুস ছালামের ছেলে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবরি দলের সদস্য মো. আনোয়ার হোসেন নিহত শাহিনের পরিবারের বরাত দিয়ে বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে ব্রহ্মপুত্র নদে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয় শাহিন ও তার দুই বন্ধু। সকাল সাড়ে দশটা থেকে ১১টার দিকে তারা রেল ব্রিজের নিচ থেকে সাঁতার কাটা শুরু করে। তাদের মধ্যে দুইজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও শাহীন মাঝ নদে ডুবে যায়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।