আমন্ত্রণ না দেয়ায় বর্ষবরণের অনুষ্ঠান বর্জন আ.লীগ নেতাদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১৪ এপ্রিল ২০১৯

বিএনপি-জামায়াতের সঙ্গে ইউএনওর সখ্যতা ও আমন্ত্রণ না নেয়ার অভিযোগ এনে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা প্রশাসনের বাংলা বর্ষবরণের অনুষ্ঠান বর্জন করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

রোববার সকালে সাদুল্যাপুর শহর থেকে উপজেলা ছাত্রলীগ নেতা মোন্তেজার রহমান চঞ্চলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুনের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়।

Gaibandha-Sadulla-pur-(2)

পরে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে আওয়ামী লীগের নেতারা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, আব্দুল জলিল ও খন্দকার জিল্লুর রহমান প্রমুখ।

এ সময় নেতাকর্মীরা বলেন, বর্ষবরণ অনুষ্ঠানসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে উপজেলা প্রশাসন আমাদের আমন্ত্রণ করে না। এমনকি আমাদের কোনো কিছু জানায় না। বর্তমান ইউএনও যোগদান করার পর থেকেই বিএনপি-জামায়াত ও বিভিন্ন নাশকতা মামলার আসামিদের নিয়ে এসব অনুষ্ঠান করে আসছেন। এ প্রতিবাদে বর্ষবরণের অনুষ্ঠান বর্জন করেছি আমরা।

Gaibandha-Sadulla-pur-(4)

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।