কুমিল্লায় বাংলাদেশ-ভারত মধ্যকার কারপাস উদ্বোধন


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সহজীকরণ ও দ্রুতকরণের লক্ষে পণ্যবাহী পরিবহন চলাচলের জন্য কারপাস উদ্বোধন করা হয়েছে।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার উদ্যোগে মঙ্গলবার কুমিল্লার বিবির বাজার স্থল শুষ্ক স্টেশনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। (কারপাস হলো, আমদানি-রফতানির ক্ষেত্রে দু’দেশের পণ্যবাহী ট্রাকগুলো সীমান্তের ভেতরে প্রবেশ করে মালামাল উঠা-নামা করার ব্যবস্থা করা)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আনোয়ার হোসেন, যুগ্ম-কমিশনার মুহা. মাহবুবুর রহমান এবং ভারতের পক্ষে ত্রিপুরা রাজ্যের কাস্টমস ও এক্সাইজ এর সহকারী কমিশনার তুষার কান্তি সেন, শ্রীমন্তপুর স্থল শুল্ক স্টেশনের সুপারিনটেনডেন্ট জয়তিশ দাসসহ অন্যান্যরা।

এছাড়া ওই অনুষ্ঠানে বিজিবি, দুই দেশের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সদস্য আমদানি-রফতানিকারক, ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এই কারপাস চালুর মাধ্যমে পণ্যবাহী পরিবহনসমূহ খুব সহজে ও অল্প সময়ে চলাচল করতে পারবে।এর ফলে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যের আরো সম্প্রসারণ হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তা সুদূরপ্রসারী অবদান রাখবে।

কামাল উদ্দিন/ এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।