ধর্ষণের কথা বলে দেয়ায় স্কুলছাত্রীর মা-ভাই নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১১ এপ্রিল ২০১৯
ফাইল ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণ করেছে তিন সন্তানের জনক। ধর্ষণের কথা পরিবারের সদস্য ও স্থানীয়দের বলার পর থেকে নিখোঁজ হয়েছেন ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা ও ছোট ভাই।

উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় বালিয়াকান্দি থানায় ইউনুস আলী মিয়াকে (৫০) আসামি করে মামলা করেছেন নির্যাতিত স্কুলছাত্রীর বাবা।

ধর্ষণের ঘটনায় জড়িত ইউনুস আলী মিয়া জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের বাসিন্দা। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে পালাতক রয়েছে তিন সন্তানের জনক ইউনুস আলী।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১ এপ্রিল জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের ওই স্কুলছাত্রী বাড়ির পাশে ঘাস কাটতে যায়। সেখানে আগে থেকেই কাজ করেছিল প্রতিবেশী তিন সন্তানের জনক ইউনুস আলী মিয়া। প্রতিবেশী ইউনুস আলীকে চাচা বলে ডাকতো স্কুলছাত্রী। ওই সময় ঘাস কেটে দেয়ার কথা বলে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে পাশের পানের বরজের ভেতরে ধর্ষণ করে ইউনুস আলী। এ ঘটনা কাউকে বললে স্কুলছাত্রীর পরিবারের সবাইকে জবাই করে হত্যার হুমকি দেয় ইউনুস আলী।

ভয়ে বিষয়টি স্থানীয়দের জানায়নি স্কুলছাত্রী। পরে মাকে বিষয়টি জানানো হয়। এ ঘটনার পরদিন ছাত্রীর মা ও ছোট ভাই নিখোঁজ হয়। মঙ্গলবার শিশুকে কান্না করতে দেখে স্থানীয়রা কারণ জানতে চায়। তখন পুরো ঘটনা খুলে বলে স্কুলছাত্রী। সেই সঙ্গে ধর্ষণের কথা বাবাকে জানায় ছাত্রী। এ অবস্থায় বুধবার সন্ধ্যায় বালিয়াকান্দি থানায় ইউনুস আলী মিয়াকে আসামি করে মামলা করেন নির্যাতিত স্কুলছাত্রীর ভ্যানচালক বাবা।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী সরদার বলেন, এলাকাবাসীর কাছ থেকে আমি বিষয়টি শুনেছি। নির্যাতিত ছাত্রীর বাবা থানায় ধর্ষণ মামলা করেছেন। যেহেতু মামলা হয়েছে ধর্ষককে গ্রেফতার করার দায়িত্ব পুলিশের। ধর্ষককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করেছেন বাবা। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে নির্যাতিত স্কুলছাত্রীর মা ও ছোট ভাইয়ের সন্ধানে কাজ করছি আমরা।

রুবেলুর রহমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।