প্রবাসীর স্ত্রীর অভিযোগে চিকিৎসক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১২:১১ পিএম, ১১ এপ্রিল ২০১৯

মাদারীপুরের রাজৈর উপজেলায় আপত্তিকর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীর কাছে ৫০ লাখ টাকার দাবির অভিযোগে পার্থ কীর্তনিয়া (৪০) নামে এক চিকিৎসককে আটক করেছে র‌্যাব। বুধবার বিকেলে উপজেলার টেকেরহাট বন্দরের ইউ এস মডেল হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।

আটক রাপার্থ কীর্তনিয়া জৈর উপজেলার বৌলগ্রামের সুভাষ কীর্তনিয়ার ছেলে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, পার্থ কীর্তনিয়া ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) পাস করে টেকেরহাট বন্দরের ইউ এস মডেল হাসপাতালে ডাক্তারি করতেন। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে মোবাইলের মাধ্যমে প্রেম এবং দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। কৌশলে মোবাইলে দৈহিক সম্পর্কের ভিডিও ধারণ করেন পার্থ কীর্তনিয়া। পরে সেই ভিডিও দেখিয়ে ওই গৃহবধূর কাছ থেকে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা নিয়েছেন। সর্বশেষ ৫০ লাখ টাকা দাবি করলে ওই গৃহবধূ উপায় না পেয়ে মাদারীপুর র‌্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ করেন।

তিনি আরও জানান, সেই অভিযোগের ভিত্তিতে পার্থ কীর্তনিয়াকে বুধবার বিকেল ৪টার দিকে ইউএস মডেল হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সবই স্বীকার করেছেন। এছাড়াও তিনি ইমোতে বিভিন্ন সময় ওই গৃহবধূকে অশ্লীল ছবি পাঠিয়েছেন তারও প্রমাণ পাওয়া গেছে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।