কেসিসিতে দুর্নীতি, প্রমাণ পেল দুদক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১০ এপ্রিল ২০১৯

 

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) লাইসেন্স শাখায় অনিয়মসহ লাইসেন্স করতে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কেসিসির লাইসেন্স শাখায় অভিযান চালায় দুদক। দুদকের খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শাওন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে কেসিসির লাইসেন্স শাখায় অভিযান চালানো হয়। সেখানে গিয়ে কাগজপত্রে অনেক অনিয়মসহ লাইসেন্স করার ক্ষেত্রে অবৈধভাবে অর্থ আদায়ের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে মামলা দায়ের করার জন্য দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আব্দুর রহমান বলেন, দুদক কী কারণে অভিযান চালিয়েছে তা আমি জানি না। বিষয়টি তাদের কাছ থেকেই জেনে নেন।

আলমগীর হান্নান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।