মাছ ধরা নিয়ে সংঘর্ষে ৫ জন টেঁটাবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১০ এপ্রিল ২০১৯

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনা নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বুধবার সকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামে এ ঘটনা ঘটে। টেঁটাবিদ্ধ হানিফা (৬৫) ও আ. রশিদকে (৬৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে টেঁটাবিদ্ধ জুয়েল (৩০), দিলুফা (৩০) ও আলম শাহকে (৪০) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের এখানে চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইহাজার উপজেলার মধ্যারচর এলাকায় মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে আ. রশিদ ও হানিফার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে সেই বিরোধের সূত্র ধরে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষ টেঁটা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পাঁচজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হন।

আড়াইহাজার থানা পুলিশের ওসি আক্তার হোসেন বলেন, পূর্ব-শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে আজ মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মো. শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।