দেশে ফিরেছে পাচারের শিকার ৫ বাংলাদেশি


প্রকাশিত: ০৯:৪১ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

বিভিন্ন সময়ে ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশি নারী ও শিশুকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে এদের দেশে ফেরত আনা হয়।

এরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সালমা (২০), গোপালগঞ্জের আল্লাদী বিশ্বাস (৫৫), মনিকা পান্ডে (২১) ও তার ছেলে কৌশিক (১) এবং পটুয়াখালীর রিতা রানী (৪৫)।

ফেরত আসা নারীরা জানায়, স্থানীয় দালালচক্র ভাল চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ভারতে নিয়ে যায়। সেখানে কলকাতার হাওড়া স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে জেলহাজতে যায় তারা।

পরে লিলুয়া সেল্টার হোম নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে। এরপর বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার তাদের ফেরত আনা হয়।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান জানান, প্রলোভনে পড়ে এসকল নারীরা ভারতে পাচার হয়েছিলেন। তাদের আইনী প্রক্রিয়ার মাধ্যমে ফেরত আনা হয়েছে।

বাংলাদেশ আইনজীবী সমিতির যশোর অফিসের কাউন্সিলর নুরুন্নাহার জানান, এ সকল নারীরা তাদের আশ্রয় কেন্দ্রে থাকবেন। পরে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হবে।

জামাল হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।