বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ২


প্রকাশিত: ০৯:২৬ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত ২ জন নিঁখোজ রয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে। সেন্টমার্টিন কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছেন।

ডুবে যাওয়া ট্রলারের মালিক শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার বাসিন্দা দুদু মিয়ার ছেলে আব্দু শুক্কুর।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, শাহ পরীরদ্বীপ এলাকার সৈয়দ হোসেন (২৬), মোহাং হোসেন (৩৫), মো. ইসলাম (৪৫), মো. হোসেন (৩০), ভুলো (৪৮), অলি আহমদ (৩৪), মো. রফিক (৪০), রবি উল্লাহ (৩৭)। এদিকে, নিখোঁজ রয়েছেন নুরুল আলম ও চান মিয়া।

জানা যায়, সেন্টমার্টিন জেটির উওর পূর্বে এক কিলোমিটার দূরে নোঙ্গর অবস্থায় হঠাৎ এফবি শুক্কুর নামে বোটটি সাগরে ডুবে যায়। পরে মাঝি মাল্লা বিভিন্ন ভাসমান বস্তু নিয়ে সাগরে ভাসতে থাকে। খবর পেয়ে সেন্টমাটিন কোস্টগার্ড সদস্যরা সাড়ে ৬টার দিকে উদ্ধার কাজ শুরু করে। এতে নয়জনকে উদ্ধার করা হয়। তবে ২ জনের খোঁজ মিলেনি।

উদ্ধার হওয়া জেলে সৈয়দ হোসেন জানান, সেন্টমার্টিনের কাছাকাছি নোঙ্গর করে ঘুমিয়ে পড়ি। কি কারণে হঠাৎ বোটটি ডুবে গেছে তা বলতে পারছি না।

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. ডিক্সন চৌধুরী জানান, সেন্টমার্টিন বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে।

সায়ীদ আলমগীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।