গভীর সমুদ্রে ইয়াবার বড় চালানসহ আটক ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:২২ এএম, ১০ এপ্রিল ২০১৯

পটুয়াখালীর কুয়াকাটায় দুটি ট্রলার থেকে ইয়াবার বড় চালানসহ ছয়জনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার রাতে কুয়াকাটা সৈকত থেকে ৫০ কিলোমিটার গভীরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ভোলার কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান বলেন, রাতে কুয়াকাটা থেকে ৫০ কিলোমিটার গভীরে দুটি ট্রলারে অভিযান চালিয়ে আনুমানিক ৫০ হাজার ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়েছে। ইয়াবাগুলো জালের বস্তার ভেতর ইটের বক্সে পেঁচানো ছিল।

তিনি বলেন, গণনা না করে ইয়াবার সঠিক সংখ্যা বলা যাচ্ছে না, এর বেশিও হতে পারে বা এর মধ্যে থাকতে পারে। ট্রলারের আশেপাশে যাদের পাওয়া গেছে তাদের সবাইকে আটক করা হয়েছে। এদের মধ্যে সাধারণ শ্রমিকও আছে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হবে।

তিনি আরও বলেন, আমরা পায়রা পোর্ট এলাকায় অবস্থান করছি। আবহাওয়া খারাপ থাকায় ট্রলারটি মৌডুবিতে আটকে আছে। তাদের আসতে রাত ৩টা থেকে রাত ৪টা বাজবে। তারা এলে নিজামপুর স্টেশনে নিয়ে যাওয়া হবে। পরে মহিপুরে আটককৃতদের হস্তান্তর করা হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।