টাঙ্গাইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:২৩ এএম, ১০ এপ্রিল ২০১৯

টাঙ্গাইলে মাদক মামলায় সুরাইয়া বেগম (৪৮) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাকসুদা খানম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি টাঙ্গাইল শহরের আদালতপাড়া এলাকার আলমগীর হোসেনের স্ত্রী।

এ প্রসঙ্গে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট এস আকবার খান বলেন, ২০০৫ সালের ১৩ মার্চ ৩২ বোতল ফেনসিডিলসহ ওই নারীকে গ্রেফতার করে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।

এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোশারেফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে এ মামলায় জামিনে ছিলেন ওই নারী।

আজ এ মামলার প্রধান আসামি সুরাইয়া বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। দণ্ডাদেশ ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরিফ উর রহমান টগর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।