হবিগঞ্জে স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামী গ্রেফতার
হবিগঞ্জে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এসময় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনার বিস্তারিত বিবরণ দেন। গ্রেফতারকৃত নানু মিয়া পুলিশের কাছে ১৬১ ধারায় জবানবন্দি দেন।
প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, গত ২৭ আগস্ট রাত চারটায় নবীগঞ্জ উপজেলার ছিটফরিদপুর গ্রামে পিত্রালয়ে থাকা স্ত্রী রুমানা বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী নানু মিয়া। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। রুমানার শরীরের ৭৩ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় ২৮ আগস্ট রুমানার বাবা আব্দুর রহিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
সোমবার রাতে পুলিশ শেরপুর এলাকা থেকে নানু মিয়াকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, স্ত্রী দীর্ঘদিন ধরে পরকীয়ায় আসক্ত ছিল। স্বামী ও সন্তানের প্রতি সে সবসময় উদাসীন ছিল। এতে নানু মিয়া ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়।
সৈয়দ এখলাছুর রহমান/এমজেড/এমএস