শৈলকুপায় সেচ খালের পাড় ভেঙে জলাবদ্ধতা


প্রকাশিত: ০৭:১৮ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া নামক স্থানে আলমডাঙ্গা প্রধান সেচ খালের পাড় ভেঙে ব্যাপক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় শতাধিক বিঘা জমির ধানসহ বিভিন্ন ফসল ডুবে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। বাড়ি ঘরে ঢুকে পড়েছে পানি। এতে চাষি ও গ্রামবাসীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

রোববার সন্ধ্যায় এ সেচ খালের পাড় ভেঙে গেলেও এখনো তা  মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নেয়া হয়নি কোনো পদক্ষেপ। আকস্মিকভাবে সেচ খালের পাড় ভেঙে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সদ্য রোপণকৃত ধান ক্ষেতের বেশি ক্ষতি হচ্ছে। এলাকাবাসী অতি দ্রুত সেচ খালটি মেরামতের দাবি জানান।

এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিকের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।