গাজীপুরে অগ্নিকাণ্ডে ঝুটের গুদাম ভস্মিভূত


প্রকাশিত: ০৪:৪৭ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

গাজীপুর মহানগরীর বোর্ড বাজারের বড়বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে একটি ঝুটের গুদাম, আশপাশের দোকান ও টিন সেডের বসত ঘর পুড়েছে। জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান জাগো নিউজকে জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বড়বাড়ি এলাকায় ওই ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তে তা গুদামের আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটে কর্মীরা প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ওই ঝুটের গুদামের মালামাল, আশপাশের চারটি দোকান ও প্রায় ২০টি টিনসেডের বসত কক্ষ পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
                    
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।