চৌমুহনীতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৬ এপ্রিল ২০১৯

নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর মহেষগঞ্জ বাজারে আগুনে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চৌমুহনী দমকল বাহিনী পরে পার্শ্ববর্তী মাইজদী, সোনাইমুড়ী ও কোম্পানীগঞ্জ থেকে মোট সাতটি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনে অন্তত ১২ থেকে ১৩টি দোকান পুড়ে গেছে। তবে পুড়ে যাওয়া বেশির ভাগ দোকান হলো চালের আড়ত ও মুদি সামগ্রীসহ অন্যান্য সামগ্রীর দোকান। তবে কী কারণে বা কোথা থেকে আগুন লেগেছে তার সঠিক কারণ জানাতে পারেননি হুমায়ুন কবির।

মিজানুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।