রাঙ্গামাটিতে ৭ জন নিহতের খবর ‘ভুয়া’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০৩ এপ্রিল ২০১৯

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলির খবরটি গুজব। একই সঙ্গে রাজস্থলীতে সাতজন নিহতের যে খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে সেটিকে ভুয়া বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রাজস্থলী উপজেলায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে গোলাগুলির কোনো প্রমাণ পায়নি তারা। একই সঙ্গে এ ঘটনায় কেউ নিহত হয়নি। এমনকি কারও মরদেহ পাওয়া যায়নি।

বুধবার সকালে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের পিজক পাড়ায় সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলির খবর আসে কয়েকটি গণমাধ্যমে। এরপরই ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক বলেন, বুধবার ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির খবর আসে। এতে বেশ কয়েকজন আরাকান বিদ্রোহী নিহত হয়েছেন বলেও খবর পাওয়া যায়। কিন্তু পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে কারও মরদেহ খুঁজে পাননি। কাজেই বলা যায় এ খবরটি সম্পূর্ণ গুজব। বিভিন্ন গণমাধ্যমে আমার যে বক্তব্য এসেছে সেটি সঠিক নয়। রাজস্থলীতে কেউ নিহত হয়েছে এমন তথ্য আমি কাউকে দেইনি।

রাঙ্গামাটির পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির বলেন, রাজস্থলী এমন কোনো ঘটনা ঘটেনি। এরপরও বিভিন্ন গণমাধ্যমে খবর পেয়ে রাজস্থলী থানা পুলিশের ওসিসহ পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাননি। সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলির খবরটি গুজব। কারা এ ধরনের খবরটি ছড়িয়েছে তা আমার জানা নেই। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির আরও বলেন, কয়েকটি টেলিভিশন ও পত্রিকাতে রাজস্থলীতে গোলাগুলিতে ‘সাতজন নিহত’ বলে ব্রেকিং খবর প্রচার করা হয়। অথচ ওসি মাহবুব আমাকে বলেছেন ঘটনাস্থলে গিয়ে কারও মরদেহ পাওয়া যায়নি। সাংবাদিকরা কোথায় এ তথ্য পেলেন আমি জানি না। রাজস্থলীতে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।

সাইফুল উদ্দীন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।