রাত পোহালেই কাগতিয়া শরীফে মিরাজুন্নবী ও সালানা ওরছে গাউছুল আজম

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৩ এএম, ০৩ এপ্রিল ২০১৯

রাত পোহালেই শুরু হচ্ছে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ৬৬তম মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু উপলক্ষে ঈছালে ছাওয়াব মাহফিল।

বুধবার ফজর নামাজের পর থেকে শুরু হয়ে এ মাহফিল চলবে বৃহস্পতিবার ফজর নামাজ পর্যন্ত। এ উপলক্ষে কোরআন-সুন্নাহর আলোকে শরিয়তভিত্তিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ctg

এদিকে সালানা ওরছে হযরত গাউছুল আজম উপলক্ষে ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা। প্রধান প্রধান সড়ক এবং পয়েন্টে শোভা পাচ্ছে আলোকসজ্জা।

দিনরাতব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদে নামাজে ফজর খতম শরীফ ও ইছালে ছাওয়াব, মোরাকাবা, রওজা জিয়ারত, মিলাদ-কিয়াম মোনাজাত, খতমে কোরআন, খতমে বোখারি ও তাহলিল।

ctg

বাদে নামাজে জোহর পবিত্র মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর জীবনী শীর্ষক আলোচনা।

বাদে নামাজে আছর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআনের মাধ্যমে নূরে কোরআন বিতরণ। বাদে নামাজে মাগরিব ফাতেহা শরীফ আদায় ও ঈছালে ছওয়াব, মোরাকাবা, সিনা-ব-সিনা তাওয়াজ্জুহর মাধ্যমে হুজুর পাকের (দ.) বাতেনী নূর বিতরণ। কাবলে নামাজে এশা জিকিরে গাউছুল আজম মোর্শেদী ও তাবাররুক বিতরণ।

ctg

বাদে নামাজে এশা কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের তাকরির, মিলাদ-কিয়াম, মোনাজাত ও দরুদে মোস্তফা আদায়।

আখিরুল লাইল নামাজে তাহাজ্জুদ, জিকরে জলী, দরুদ শরীফ ও মোনাজাত। ৪ এপ্রিল (২৭ রজব) বাদে নামাজে ফজর খতম শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা, রওজা জিয়ারত, মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাত।

ctg

এতে কাগতিয়া শরীফের পক্ষ থেকে গরু, মহিষ, ছাগল, টাকা-পয়সাসহ নানা ধরনের নজর-নেওয়াজ না আনার জন্য অনুরোধ করা হয়েছে। সালানায়ে ওরছে সকল মুসলিম মিল্লাতে উপস্থিত হওয়ার জন্য মাহফিল বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।