গণসঙ্গীতে উদীচী ঠাকুরগাঁও সংসদ প্রথম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুুরগাঁও
প্রকাশিত: ০৪:১২ পিএম, ৩১ মার্চ ২০১৯

সময়ের ভ্রান্তিতে টলোনা, লড়াইটা কখনোই ভুলনা-এ স্লোগান নিয়ে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে হয়ে গেল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর একবিংশ জাতীয় সম্মেলন।

সম্মেলনে সত্যেন সেন গণসঙ্গীত প্রতিযোগিতায় গ-বিভাগে উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদ প্রথম হয়েছে। গত শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিন সন্ধ্যায় উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের পক্ষে অংশ নেয়া সঙ্গীত বিষয়ক সম্পাদক জ্যোতিষ চন্দ্র বর্মন সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক ড.সফিউদ্দিন আহম্মদের হাত থেকে সনদ ও সাবেক সভাপতি কামাল লোহানী ।

এসময় উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার ও জুই জেসমিন উপস্থিত ছিলেন। পরদিন শনিবার কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে শেষ হয় একবিংশ জাতীয় সম্মেলন।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।