কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ৩১ মার্চ ২০১৯
ছবি-প্রতীকী

বরিশাল কেন্দ্রীয় কারাগারে টয়লেট ক্লিনার পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক কয়েদি। রোববার ভোরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। ভোরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আত্মহত্যার চেষ্টাকারী ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি (কং নং- ৫৯৩৯) মোহাম্মদ মিজানুর রহমান (৪০) ঝালকাঠি সদর উপজেলার পশ্চিম চাঁদকাঠি গ্রামের শরিফ আলীর ছেলে। স্ত্রী হত্যার দায়ে ২০১০ সালে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে ফাঁসির দণ্ড দেন।

বিজ্ঞাপন

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, ভোরে কয়েদি মিজানুর রহমান বাথরুমে গিয়ে টয়লেট ক্লিনার পান করে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতাল ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার অবস্থা অনেকটা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সাইফ আমীন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।