জেলের জালে ধরা পড়ল বিশাল পাঙ্গাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ৩০ মার্চ ২০১৯

বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল একটি পাঙ্গাস মাছ। মাছটির ওজন ২০ কেজি ৫০০ গ্রাম। মাছটি বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়।

শনিবার ভোরে মাছ ব্যবসায়ী মিলন শেখের জেলেদের জালে ধরা পড়ে মাছটি। স্থানীয় বাজারে মাছটি ১৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

শরণখোলার মাছ ব্যবসায়ী মিলন শেখ জানান, রাতে জেলেরা বলেশ্বর নদীতে জাল ফেলে। ভোরে জাল টানার পর অন্যান্য মাছের সঙ্গে বিশাল এই পাঙ্গাসটি ধরা পড়ে। সকালে উপজেলা সদরের রায়েন্দা শেরেবাংলা সড়কের মাছের বাজারে ওঠানোর পর মাছটি ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় ডেকোরেটর ব্যবসায়ী ফারুক তালুকদারসহ কয়েকজনে মিলে এটি কিনে নেন। এত বড় পাঙ্গাস জেলেদের জালে খুব একটা ধরা পড়তে দেখা যায় না বলেও জানান মিলন শেখ।

মাছটির ক্রেতা ফারুক তালুকদার বলেন, এত বড় মাছ সচরাচর পাওয়া যায় না। তাই দামের কথা না ভেবে মাছটি কিনে নিয়েছি। আমরা কয়েকজনে মিলে মাছটি কেটে ভাগ করে নিয়েছি।

শওকত আলী বাবু/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।