ফরিদগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৯ মার্চ ২০১৯

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালিবাজারে আগুনে কাপড় ও কোকারিজের দোকানসহ ছয় ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এই ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। শুক্রবার ভোরে বাজারের পশ্চিম গলিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, আনুমানিক ভোর সাড়ে ৩টার দিকে কোনো একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ভোর ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Chandpur1

কিন্তু এরই মধ্যে ৫টি দোকান আগুন পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় উৎসুক জনতার মধ্যে কেউ কেউ বিভিন্ন মালামাল লুট করার চেষ্টা করে এবং একটি দোকান থেকে দুটি গ্যাস সিলিন্ডার নিয়ে যায়।

চাঁদপুর ফায়ার স্টেশন উত্তরের সিনিয়র স্টাফ অফিসার মোবারক আলী জানান, খবর পেয়ে চাঁদপুর ও রায়পুর থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ভোর ৩টা ৪১মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়। এর মধ্যে চাঁদপুরের ১টি ও লক্ষ্মীপুর জেলার রায়পুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট কাজ করে পৌনে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুনে ৬টি দোকান পুড়ে গেছে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে রাতে লোকজন ছিলো না, তাই ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত ছাড়া এই মুহূর্তে বলা যাচ্ছে না।

ইকরাম চৌধুরী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।