বন্ধুর বিয়েতে এসে প্রাণ হারালেন পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৮ মার্চ ২০১৯

বগুড়ার ধুনট উপজেলায় বন্ধুর বিয়েতে এসে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান হাবিব জেবু (২৩) ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের গাড়িচালক হিসেবে কাজ করতেন। তিনি সিরাগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি গ্রামের আব্দুল খালেক সরকারের ছেলে।

থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, পাঁচ বছর আগে পুলিশের কনস্টেবল পদে যোগ দেন আহসান হাবিব জেবু। চাকরিরত অবস্থায় ধুনট উপজেলার বানিয়াজান গ্রামে তার বন্ধু ইসমাইলের বিয়ের খবর পেয়ে ১২ দিনের ছুটি নিয়ে বাড়ি যান তিনি।

বুধবার বন্ধুর বিয়ের বরযাত্রী হয়ে ধুনট উপজেলার সোনাহাটা গ্রামে যান। বিয়ের অনুষ্ঠান শেষে রাত দেড়টার দিকে মোটরসাইকেলযোগে বন্ধুর বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে ফকিরপাড়া মোড়ে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন আহসান হাবিব জেবু।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। শজিমেক হাসপাতালে নেয়ার পরপরই মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ধুনট থানা পুলিশের ওসি ইসমাইল হোসেন বলেন, হাসপাতাল থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন পুলিশ সদস্য আহসান হাবিব জেবু।

লিমন বাসার/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।