ভালুকায় বিয়ে করতে গিয়ে বরসহ ৪ জন কারাগারে


প্রকাশিত: ০৮:২৬ এএম, ১৬ অক্টোবর ২০১৪

ময়মনসিংহের ভালুকায় বিয়ে করতে গিয়ে বর, তার পিতা ও ঘটকসহ চারজনকে কারাগারে যেতে হলো। বুধবার রাতে উপজেলার কুল্লাবহ গ্রামের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে করতে গেলে বাল্য বিবাহ আইনে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠায়।

জানা যায়, উপজেলার শহীদ স্মরণী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ইতি আক্তারের সঙ্গে ঘটকের মাধ্যমে একই উপজেলার মনোহরপূর গ্রামের মোস্তফা কামালের ছেলে মনিক মিয়ার বিয়ের দিনক্ষণ ধার্য হয়।

বুধবার রাতে বিয়ের জন্য বরপক্ষ কনে বাড়িতে আসলে সেখানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তফরদার সোহেল রহমান উপস্থিত হয়ে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৪ ও ৬ ধারা মতে বর মনিক মিয়া, তার পিতা মোস্তফা কামাল, ঘটক নুরুল আমীন ফকির ও বিয়ের আয়োজক কাজল মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মেয়ের বাবা ইদ্রিস আলী ও তার মা পালিয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।