হঠাৎ শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর ও রাজবাড়ী
প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৭ মার্চ ২০১৯

মেহেরপুর ও রাজবাড়ীতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মেহেরপুরে টানা পাঁচ মিনিটের শিলাবৃষ্টিতে রাস্তা, ফসলের মাঠসহ আম বাগানে শিলার স্তূপ জমে যায়। হঠাৎ এ শিলাবৃষ্টিতে আমচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে।

মেহেরপুরে মঙ্গলবার মধ্যরাত থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়। সকালেও কালো মেঘে ঢাকা ছিল পুরো আকাশ। এরইমধ্যে হঠাৎ শিলাবৃষ্টি যেন আমচাষিদের জন্য কাল হয়ে এলো। শিলাবৃষ্টিতে আমের গুটি নষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন আমচাষিরা।

আম ব্যবসায়ী শামীম জানান, হঠাৎ শিলা বৃষ্টিতে আমের গুটি বেশির ভাগ ঝরে পড়েছে। এ বছর চার লাখ টাকার আম বাগান কেনা আছে। গাছে শুরু থেকে ভালো মুকুল এসেছিল। বাগান থেকে ভালো লাভের আশা করছিলাম।

Shilla-Bishtri-(1)

শহরের বাগান মালিক হেদায়েত হোসেন জানান, গত বছরের চেয়ে এ বছর বাগানে আমের মুকুল ভালো ছিল। মাঝে কুয়াশায় আমের মৌলের কিছুটা ক্ষতি হলেও আজ শিলাবৃষ্টির কারণে গাছ থেকে গুটি ঝরে পড়বে। এবছর বাগান থেকে ১০ লাখ টাকা লাভের আশা করছিলাম। এখন লোকশান গুনতে হবে।

মেহেরপুর জেলায় ২২শ হেক্টর জমিতে আম বাগান আছে বলে জানায় জেলা কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. আক্তারুজ্জামান জানান, সকালের কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে আমের কিছুটা ক্ষতি হবে। এতে আমের গুটি ঝরে পড়বে। তবে লিচুর তেমন কোনো ক্ষতি হবে না। লিচুর ফুল এসেছে মাত্র।

এদিকে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ শিলাবৃষ্টি হয়।

Shilla-Bishtri-(2)

সকাল থেকেই জেলা শহরে গুমট আবহাওয়া বিরাজ করছে। পুরো আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে রোদ আবার তার মাঝেই বৃষ্টি ।

আসিফ/রুবেল/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।