ভুরুঙ্গামারীতে কাল বৈশাখী ঝড়ে স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২৬ মার্চ ২০১৯
ফাইল ছবি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কাল বৈশাখী ঝড়ে গাছের ডাল মাথায় পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছুমির উদ্দিন এ্যাব্লুম কিন্ডার গার্টেনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মহর আলীর ছেলে।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ছুমির স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুড়ারপাড় নামক স্থানে পৌঁছলে কাল বৈশাখী ঝড় শুরু হয়। এসময় শুকনো একটি গাছের ডাল তার মাথায় ওপর ভেঙে পড়লে মারাত্মক আহত হয় সে। পরে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, স্বাধীনতা দিবসে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান চলার সময় ঝড়ে প্যান্ডেলের বাঁশ মাথায় পড়ে আল-আমিন নামে এক যুবক আহত হয়।

ভুরুঙ্গামারী থানা পুলিশের অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজমুল/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।