হঠাৎ থামল গাড়িবহর, তরমুজ বিক্রেতাকে ডাকলেন অর্থমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২৬ মার্চ ২০১৯

ঢাকা থেকে নিজের এলাকায় যাওয়ার পথে রাস্তায় গাড়িবহর থামিয়ে তরমুজ খেলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রাস্তায় গাড়িবহর থামিয়ে অর্থমন্ত্রীর তরমুজ খাওয়ার এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

এর আগে পরিকল্পনামন্ত্রী থাকা অবস্থায় আ হ ম মুস্তফা কামাল রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক জেলেকে দেখে গাড়িবহর থামিয়ে দেন। ওই সময় জেলের হাতের জাল নিয়ে নিজেই মাছ শিকার করেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, নিজের নির্বাচনী এলাকা কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবসের দুটি অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে সড়কপথে কুমিল্লার উদ্দেশে রওনা হন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দুপুরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছায় অর্থমন্ত্রীর গাড়িবহর। এ সময় রাস্তার পাশে এক ব্যক্তিকে তরমুজ বিক্রি করতে দেখেন মন্ত্রী। সঙ্গে সঙ্গে গাড়িবহর থামিয়ে তরমুজ বিক্রেতাকে ডাক দেন তিনি। আশপাশের লোকজন অর্থমন্ত্রীর গাড়িবহর থামতে দেখে অবাক হন। পাশাপাশি ভয় পেয়ে যান তরমুজ বিক্রেতা। এ সময় অর্থমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন তরমুজ বিক্রেতা। তখন বিক্রেতাকে অর্থমন্ত্রী জানান তরমুজ খেতে চান তিনি। বিষয়টি শুনে হেসে দেন তরমুজ বিক্রেতা। তখন বিক্রেতা তরমুজ আনতে এগিয়ে যান। এ সময় অর্থমন্ত্রীর ব্যক্তিগত এক কর্মকর্তা গিয়ে তরমুজ নিয়ে আসেন। অবশেষে গাড়িতে বসেই তরমুজ খান অর্থমন্ত্রী।

রাস্তায় গাড়িবহর থামিয়ে তরমুজ খাওয়ার এসব ছবি মঙ্গলবার দুুপুরে নিজের ফেসবুকে দেন অর্থমন্ত্রী। নিজের ফেসবুক পেজে চারটি ছবি পোস্ট করে অর্থমন্ত্রী লিখেছেন, ‘ঢাকা থেকে কুমিল্লার পথে’।

jagonews24

অর্থমন্ত্রী ফেসবুকে এসব ছবি পোস্টের পর ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত এসব ছবিতে মন্তব্য করেছেন ৪২০ জন এবং ছবিগুলো শেয়ার করেছেন ৫০৮ জন।

এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ব্যক্তিগত ফটোগ্রাফার মাহবুব মনির বলেন, কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলার দুটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে রওনা দেন অর্থমন্ত্রী। মঙ্গলবার দুপুরের দিকে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছায় মন্ত্রীর গাড়িবহর। এ সময় রাস্তার পাশে এক ব্যক্তিকে তরমুজ বিক্রি করতে দেখে গাড়ি থামান তিনি। সেই সঙ্গে তরমুজ খেতে চান মন্ত্রী। তখন তরমুজ এনে দিলে গাড়িতে বসেই খান অর্থমন্ত্রী। পরে এসব ছবি নিজেই ফেসবুকে পোস্ট করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর এসব ছবি আমি তুলেছি।

অবশ্য এর আগে পরিকল্পনামন্ত্রী থাকা অবস্থায় নিজের নির্বাচনী এলাকায় মেশিনে ধান মাড়াই, নদীতে জাল দিয়ে মাছ ধরা, মোটরসাইকেলে প্রত্যন্ত এলাকায় গিয়ে ঘরের দরজায় বসে পিঠা খেয়েছিলেন আ হ ম মুস্তফা কামাল। তার ওসব ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।